২৩ মে, ২০২২ ১৬:১৬

চাঁদপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

চাঁদপুর স্টেডিয়ামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ জেলা পর্যায়ের এই টুর্নামেন্ট উদ্বোধন করেন। 

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমতিয়াজ হোসেনের  সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ, জেলা পরিষদের প্রশাসক ওচমান গণি পাটওয়ারী, জেলা আ’লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল।
এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু, জেলা ক্রীড়া অফিসার তারিকুল ইসলামসহ বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তাগণ।

উদ্বোধনী খেলায় অংশ গ্রহন করে চাঁদপুর সদর উপজেলা বালিকা দল বনাম শাহরাস্তি উপজেলা বালিকা দল। খেলায় ৬-০ গোলে শাহরাস্তিকে হারিয়ে বিজয়ী হন চাঁদপুর সদর উপজেলা বালিকা দল।
উদ্বোধনী দিনে  আরও ছয়টি খেলা সদর উপজেলা, মতলব দক্ষিণ, মতলব উত্তর ও চাঁদপুর পৌরসভা দলের মধ্যে এই টুর্ণামেন্টের খেলা হবে। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সিরাজুল ইসলাম, গীতা পাঠ করেন কচুয়া ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সন্তোষ চন্দ্র সেন।

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর