২৩ মে, ২০২২ ১৭:৩৪

গলাচিপায় কোভিড-১৯ প্রতিরোধ সভা

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি

গলাচিপায় কোভিড-১৯ প্রতিরোধ সভা

পটুয়াখালীর গলাচিপায় একটি আন্তর্জাতিক বেসরকারি সংস্থা ‘দি হাঙ্গার প্রজেক্ট’-এর আয়োজনে কোভিড-১৯ প্রতিরোধ প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

সংস্থার জেলা সমন্বয়কারী আবুল হোসেন তালুকদারের সভাপতিত্বে ও ইনফরমেশন সার্ভিস প্রোভাইডার আফরিন জাহানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক সন্তোষ দে। মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মেডিকেল অফিসার ডা. মো. তরিকুল ইসলাম।

সভায় বক্তারা কোভিড-১৯ প্রতিরোধ ও টিকা গ্রহণের জন্য ব্যক্তি এবং সমাজের জ্ঞান বৃদ্ধি ও অনুশীলনে উদ্বুদ্ধ করা সম্পর্কে আলোকপাত করেন। এছাড়াও কোভিড-১৯ প্রতিরোধমূলক আচরণ, সেবাদান এবং ভ্যাকসিন গ্রহণে ইতিবাচক মনোভাব গড়ে তোলার সুবিধার্থে সমাজ ও সংশ্লিষ্ট অংশীজনদের সম্পৃক্ততা বৃদ্ধি করা সম্পর্কে বক্তারা বিস্তারিত আলোচনা করেন।

বাংলাদেশ প্রতিদিন/নাজমুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর