প্রেমের বিয়ে নিয়ে দুই পরিবারের বিবাদের জেরে ছেলের মা ও দুই মামার হাতে মেয়ের বাবা খুনের ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- রানু বেগম (৪২), তার দুই ভাই আনিছ (২৫), সাদ্দাম (২২) এবং তাদের বাবা মমতাজ (৭০)।
সোমবার ভোরে নগরীর শম্ভুগঞ্জ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। কোতোয়ালি মডেল থানার ওসি (তদন্ত) ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিকালে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে, রবিববার সন্ধ্যায় নগরীর মাসকান্দা দক্ষিণপাড়া শাহী মসজিদের পাশের দোকানে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
ফারুক হোসেন জানান, গত রমজান মাসে রফিকুল ইসলামের মেয়েকে ওই এলাকার রানু বেগমের ছেলে বিয়ে করেন। রানু বেগম প্রেমের এ বিয়ে মেনে নেননি। এ নিয়ে দুই পরিবারের মধ্যে বিবাদ চলছিল।
তিনি আরও জানান, রবিবার সন্ধ্যা ৭ টার দিকে রানু এবং তার দুই ভাই আনিসুর ও সাদ্দামকে সঙ্গে নিয়ে মাসকান্দা দক্ষিণপাড়া শাহী মসজিদের পাশে যান। সেখানে একটি দোকানে রফিকুল ইসলামকে পেয়ে উপর্যপুরি ছুরিকাঘাত করে চলে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেলে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন