বাগেরহাট জেলায় জনশুমারি ও গৃহগণনা সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে গঠিত জেলা শুমারি কমিটির সভা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় জেলা শুমারি কমিটির কার্যপরিধি মোতাবেক জনশুমারি ও গৃহগণনা বাস্তবায়নের বিষয় বিস্তারিত আলোচনা হয়।
সভায় অন্যান্যের মধ্যে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ঝুমুর বালা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খোন্দকার রেজাউল করিম, ফকিরহাট উপজেলা চেয়ারম্যান স্বপন দাস, জেলা পরিসংখ্যান কর্মকর্তা লিজেন শাহ নঈমসহ উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, আগামী ১৫ থেকে ২১ জুন দেশব্যাপী একযোগে এই জনশুমারির তথ্য সংগ্রহ করা হবে। এই জনশুমারিতে জিআইএস (জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম) ভিত্তিক ডিজিটাল ম্যাপ ব্যবহার করা হবে। ডিজিটাল ডিভাইস ট্যাবলেটের মাধ্যমে একযোগে দেশের সব বাড়ি ও বাসায় তথ্য সংগ্রহ করা হবে। এজন্য বাগেরহাট জেলায় জনশুমারি ও গৃহগণনা সুষ্ঠুভাবে পরিচালনায় প্রশাসক, জনপ্রতিনিধি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সক্রিয় অংশগ্রহণ ও সম্পৃক্ত করার বিষয়টি নিশ্চিতের উপর জোর দেওয়া হয়।
বাংলাদেশ প্রতিদিন/নাজমুল