পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় আওয়ামী লীগের বর্ধিত সভাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। সোমবার দুপুরে উপজেলা পরিষদ মাঠে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় ঢোকার সময় আওয়ামী লীগের দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে স্লোগান নিয়ে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায় দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে বাধে। এতে উভয় পক্ষের ৫ জন আহত হয়েছেন। আহতরা হলেন শুভ (২৫), সাজ্জাদ হোসেন (২৫), মো. আলিফ হোসেন (২৬), সিরাজুল ইসলাম (৩৫) ও শহিদুল ইসলাম (৪০)।
আহতদের প্রথমে নেছারাবাদ স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নেছারাবাদ থানার ওসি আবির হাসান জানান, বর্ধিতসভায় আসার পথে দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও পরে লাঠি নিয়ে মারামারির ঘটনা ঘটেছে। এতে একজনের মাথা ফেটেছে বলে শুনেছি। এ বিষয়ে থানায় কোন পক্ষ এখন পর্যন্ত অভিযোগ করেনি।
উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন প্রধান অতিথি ছিলেন। আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুল হামিদের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম এ আউয়াল, সাধারণ সম্পাদক এম এ হাকিম হাওলাদার, সাবেক সংসদ সদস্য মো. শাহ আলম, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কানাই লাল বিশ্বাস প্রমুখ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন