বাগেরহাটে নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে বাগেরহাট সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ‘শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়ে) ১ম সংশোধন’ শীর্ষক প্রকল্পের আওতায় কর্মশালার আয়োজন করে জেলা তথ্য অফিস। কর্মশালায় বিভিন্ন শ্রেণিপেশার ৪০ জন নেতৃস্থানীয় ব্যক্তি অংশগ্রহন করেন।
বাগেরহাট সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিবি করিমুননেছার সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাটের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট হাফিজ আল আসাদ। কর্মশালায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাগেরহাট জেলা তথ্য অফিসের উপ-পরিচালক মো. মেহেদী হাসান, সহকারি জেলা তথ্য কর্মকর্তা বিশ্বজিত শিকদার, বাগেরহাট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইউপি টেয়ারম্যান মনোয়ার হোসেন টগর, ইউপি চেয়ারম্যান শেখ সমসের আলী, মাসুদ রানা, বাগেরহাট প্রেসক্লাবের সহসভাপতি ইরাত জাহান, মুক্তিযোদ্ধা নকিব সিরাজুল হক, প্রধান শিক্ষক মনোয়ারা নাসরিনসহ অন্যরা।
কর্মশালায় বক্তারা বলেন, সারাদেশে নারী ও শিশুদের উপর নির্যাতন-সহিংসতা চরম পর্যায়ে পৌছে গেছে। প্রতিনিয়ত কোন না কোন জায়গায় নারী ও শিশুরা নির্যাতিত হচ্ছেন, স্বার্থের বলি হচ্ছেন তারা। শিশুরা আমাদের ভবিষ্যৎ, এদের রক্ষা আমাদেরই দায়িত্ব।
বিডি প্রতিদিন/এএম