কারিগরি ত্রুটির কারণে গত শুক্রবার থেকে অকেজো হয়ে আছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরের ইমিগ্রেশনের সার্ভার। এর ফলে এ বন্দর দিয়ে যাতাযাতকারীদের পাসপোর্ট ও ভিসার প্রয়োজনীয় তথ্য হাতে লিখে রেজিস্টার খাতায় নথিভুক্ত করতে হচ্ছে।
হাতে লিখে ইমিগ্রেশনের কাজ করতে গিয়ে অতিরিক্ত সময় লাগছে। জেলা পুলিশের বিশেষ শাখার তত্ত্বাবধানে ইমিগ্রেশনের কার্যক্রম পরিচালিত হয়।
আখাউড়া ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ আবু বকর সিদ্দিক জানান, সার্ভারের ত্রুটি সারানোর জন্য ঢাকায় কাজ চলছে। আগামী দুই-তিন দিনের মধ্যেই সার্ভার ঠিক হবে বলে আশা করা হচ্ছে। পরবর্তীতে যাত্রীদের পাসপোর্ট ও ভিসা সংক্রান্ত তথ্যগুলো সার্ভারে যুক্ত করা হবে।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ