২৩ মে, ২০২২ ২২:১০

প্রতিপক্ষকে ফাঁসাতে ও ঋণের বোঝা থেকে বাঁচতে স্ত্রী ও দুই সন্তানকে হত্যা

নরসিংদী প্রতিনিধি

প্রতিপক্ষকে ফাঁসাতে ও ঋণের বোঝা থেকে বাঁচতে স্ত্রী ও দুই সন্তানকে হত্যা

প্রতিপক্ষকে ফাঁসাতে ও ঋণের বোঝা থেকে বাঁচতে নরসিংদীর বেলাবোতে স্ত্রী ও দুই সন্তানকে হত্যা করা হয়েছে।

আদালতে শোপর্দের পর হত্যার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে গ্রেফতারকৃত গিয়াস উদ্দিন শেখ।

সোমবার দুপুরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতের বিজ্ঞ বিচারক রাকিবুল হক এর আদালতে এ জবানবন্দি প্রদান করেন। জবানবন্দিতে হত্যার নেপথ্যের কারণসহ নানা দিক উল্লেখ করা হয়। জবানবন্দি শেষে গিয়াস উদ্দিন শেখকে কারাগারে প্রেরণ করে পুলিশ ব্যুরো অব ইনভেষ্টিগেশন (পিবিআই)।

আদালতে সূত্রে জানাযায়, নরসিংদীর বেলাবোতে স্ত্রী ও দুই সন্তানকে হত্যার ঘটনায় নিহতের রহিমার ভাই মোশারফ হোসেন বাদি হয়ে অজ্ঞাত নামা ৮/১০জনকে আসামি করে বেলাবো থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। হত্যার ঘটনায় গ্রেফতারকৃত নিহত রহিমা বেগমের স্বামী গিয়াস উদ্দিন শেখ পিবিআই এর কাছে হত্যার দায় স্বীকার করেন। পরে সোমবার দুপুরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালেতে শোপর্দ করা হয়। ওই সময় হত্যার দায় স্বীকার করে আদালতের বিজ্ঞ বিচারকের কাছে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করেন।
 
উল্লেখ্য, রবিবার দিবাগত রাতে নরসিংদীর বেলাবো উপজেলার পাটুলি ইউনিয়নের বাবলা গ্রামের শেখবাড়ি প্রতিপক্ষকে ফাঁসাতে ও ঋণের বোঝা থেকে বাঁচতে স্ত্রী রহিমা বেগম (৩৫), তার ছেলে সন্তান রাব্বি (১৩) ও মেয়ে রাকিবা আক্তার (৬) হত্যা করে। 

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর