২৪ মে, ২০২২ ১৩:২৫

পদ্মায় ধরা পড়েছে ২০ কেজি ওজনের পাঙ্গাস, দাম ২৬ হাজার

রাজবাড়ী প্রতি‌নি‌ধি

পদ্মায় ধরা পড়েছে ২০ কেজি ওজনের পাঙ্গাস, দাম ২৬ হাজার

পদ্মায় ধরা পড়া পাঙ্গাস।

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীর মোহনায় গতকাল সোমবার দিবাগত রাতে সালাম হালদারের জালে ২০ কেজি ওজনের একটি পাঙ্গাস মাছ ধরা পড়েছে।

দৌলতদিয়া ৫নং ফেরিঘাটের স্থানীয় মৎস্য ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ বলেন, ‘আজ মঙ্গলবার সকালে দৌলতদিয়া রওশন আড়তদারের আড়ত থেকে উন্মুক্ত নিলামের মাধ্যমে ২০ কেজি ওজনের পাঙ্গাস মাছটি ১২শ ৫০ টাকা প্রতি কেজি দরে মোট ২৫ হাজার টাকায় ক্রয় করি। পরে মাছটি আমার আড়ত ঘরে এনে ঢাকার এক ব্যবসায়ীর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করে প্রতি কেজি ১৩শ টাকা দরে মোট ২৬ হাজার টাকায় বিক্রি করেছি। মাছটিতে প্রতি কেজিতে আমার ৫০ টাকা করে লাভ হয়েছে।’

এ বিষয়ে গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. টিপু সুলতান জানান, বর্তমানে পদ্মা নদীর পানি কমার যাওয়ার কারণে যমুনার মোহনায় এখন প্রায়ই জেলেদের জালে ধরা পড়ছে বড় আকৃতির বিভিন্ন প্রজাতির সুস্বাদু মাছ। এ ধরনের মাছ সাধারণত ফ্যাসন, দশন, কৌনা, কচাল ও চাকা ওয়ালা ঘাইলা ব্যার জালে ধরা পড়ে।’

বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর