ছাত্রীদের প্রেমের ফাঁদে না পালানোর শপথ করিয়েছেন সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ। মঙ্গলবার দুপুরে সোনাইমুড়ী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের এ শপথ বাক্য পাঠ করান তিনি।
এ সময়ে শপথবাক্যে ওসির সাথে শিক্ষার্থীরা বলেন, 'আমরা আজ থেকে শপথ করিতেছি যে, আমাদের উপর অর্পিত দায়িত্ব নিয়মিত পড়াশুনা করা, মা বাবার কথা শোনা, মোবাইল ব্যবহার না করা, নিজেকে সুপ্রতিষ্ঠিত করার জন্য নিয়মিত পড়াশোনা অব্যাহত রাখতে হবে। কোন প্রকার প্রেম বা অবৈধ সম্পর্কে জড়াবো না। মা বাবার কথা মত চলবো।'
সোনাইমুড়ী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সোনাইমুড়ী থানার বিভিন্ন জায়গায় ও কোম্পানীগঞ্জের বিভিন্ন স্থান থেকে সম্প্রতি ১৩ জন কিশোরী পালিয়ে যায়। পরে তাদেরকে পুলিশ উদ্ধার করে অভিভাবকের নিকট ফেরত দেয়।
বিডি প্রতিদিন/হিমেল