খুলনার জিরোপয়েন্টে বালুবাহী ট্রাকের ধাক্কায় মিজানুর রহমান (৬৫) নামে ১ ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে জিয়োপয়েন্ট ও জয়বাংলা মোড়ের মাঝামাঝি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মিজানুর রহমান নগরীর দারোগাপাড়ার মসজিদ লেন এলাকার মৃত মাহবুব হোসনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতির ট্রাকের চাকা তার শরীরের ওপর দিয়ে গেলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
নিহতের ভায়রা মো. কামরুজ্জামান জানান, পুলিশের মাধ্যমে খবর পেয়ে তারা হাসপাতালে গিয়ে লাশ শনাক্ত করেন।
হরিণটানা থানা পুলিশের উপ-পরিদর্শক অলোকেশ চন্দ্র তরফদার বলেন, লাশ ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল