রংপুরে ধান শুকানো নিয়ে বউয়ের সাথে ঝগড়ার জেরে আত্মহত্যা করেছে শ্বাশুড়ি মানু বালা (৮০)। এ ঘটনা ঘটেছে তারাগঞ্জ উপজেলার আলমপুর ইউনিয়নের ভিমপুর শেনপাড়া গ্রামে। মানু বালা মৃত কামিক্ষা চন্দ্র রায়ের স্ত্রী।
পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে, তিন দিন আগে পুত্রবধূ অলকা রানীর সাথে ধান শুকানো নিয়ে ঝগড়া হয় শাশুড়ি মানু বালার। পারিবারিক কলহের জের ধরে বৃহস্পতিবার সকালে সবার অগোচরে গোয়াল ঘরে আত্মহত্যা করেন মানু বালা। সকালে পুত্রবধূ অলকা গোয়াল ঘর গিয়ে শাশুড়ির লাশ দেখতে পান।
তারাগঞ্জ থানার ওসি সুশান্ত কুমার সরকার বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় ইউডি মামলা হয়েছে।
বিডি প্রতিদিন/এএ