ভোলার দৌলতখান উপজেলায় কালবৈশাখী ঝড়ে মাদ্রাসার ছাত্রাবাসসহ কয়েকটি বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝড়ে শিক্ষার্থীসহ আহত হয়েছেন কয়েকজন।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে ভোলার বাংলাবাজার এলাকায় জামেয়া গাফফারিয়া আশরাফুল উলুম মাদ্রাসার ছাত্রাবাসসহ একই এলাকায় গাছ পড়ে পাঁচটি বসতঘর দুমড়েমুচড়ে যায়। এছাড়া গাছপালা উপড়ে পড়ে, বৈদ্যুতিক সংযোগ বিছিন্ন হয়ে যায়।
ক্ষতির সম্মুখীন মাদ্রাসার শিক্ষকরা বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে ক্লাস চলাকালীন হঠাৎ ঝড়ে মাদ্রাসার ক্লাস রুম, ছাত্রাবাস ও লাইব্রেরিসহ ৪টি ঘর দুমড়েমুচড়ে যায়। এ সময় মাদ্রাসার ৮০ থেকে ৯০ জন ছাত্রকে উদ্ধার করে পাশের মসজিদে নেওয়া হয় জানিয়ে তিনি বলেন, পাঁচজন ছাত্র আহত হয়েছেন। আহতদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ভোলা জেলা প্রশাসক মো. তৌফিক ই-ইলাহী চৌধুরী বলেন, আকস্মিক ঝড়ে বাংলাবাজার এলাকায় একটি মাদ্রাসাসহ কয়েকটি বসতঘর ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে উপজেলা প্রশাসনের প্রতিনিধিদের পাঠানো হয়। তালিকা তৈরি করে সহায়তা প্রদান করা হবে বলেও জানান তিনি।
বিডিপ্রতিদিন/কবিরুল