পুলিশি বাধার মধ্যদিয়ে নাটোরের সিংড়ায় সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪১তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। সোমবার সকাল ১০টায় উপজেলা বিএনপির কার্যালয়ে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এসময় পুলিশ বাধা দিলে সংক্ষিপ্ত বক্তব্য দেন উপজেলা বিএনপির আহবায়ক এড. মজিবুর রহমান মন্টু, সদস্য সচিব দাউদার মাহমুদ, যুগ্ম আহবায়ক অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু।
উপস্থিত ছিলেন পৌর বিএনপির আহবায়ক এড. আলী আজগর খান, সদস্য সচিব তায়েজুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আফছারুজ্জামান, শাহাদত হোসেন, শামীম হোসেন, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক সাখাওয়াত হোসেন, মহিদুল ইসলাম, বোরহান উদ্দিন বাবু, উপজেলা যুবদলের আহবায়ক হাবিবুর রহমান, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল্লাহ আল কাফি, সদস্য সচিব আবুল হাসান ডাবলু, ছাত্রদলের আহবায়ক শাহাদত হোসেন মিন্টু প্রমুখ।
বিডি প্রতিদিন/এএ