নোয়াখালীতে জেলা পর্যায়ে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের সমন্বয়ে জেলা ইমাম সম্মেলন ২০২২ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ইসলামিক ফাউন্ডেশন, নোয়াখালী এ সম্মেলন আয়োজন করে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান।
ইসলামিক ফাউন্ডেশন, নোয়াখালীর উপ পরিচালক মো. রেজ্জাকুল হায়দারের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামে মসজিদের ইমাম মাওলানা দেলাওয়ার হোসাইন কাসেমী।
সম্মেলনে ইসলামিক ফাউন্ডেশনের প্রশিক্ষণপ্রাপ্ত জেলা বিভিন্ন মসজিদের শতাধিক ইমাম অংশগ্রহণ করেন। সম্মেলনে ইসলামের বিভিন্ন দিক সম্পর্কে আলোচনা করা হয়।
বিডি প্রতিদিন/এএ