যশোরে চা দোকানিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এছাড়া এক দিনমজুরের রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে।
সূত্র জানিয়েছে, রবিবার দিবাগত রাত ৮টার দিকে শহরের নাজির শংকরপুর সিটি মডেল একাডেমির সামনে চা দোকানি আফজাল শেখকে কুপিয়ে হত্যা করেন কয়েকজন দুর্বৃত্ত। অন্যদিকে রাতে বাঘারপাড়া উপজেলার দরাজহাট ইউনিয়নের পাইকপাড়া গ্রামে নকিম উদ্দিন নামে ৬০ বছরের এক বৃদ্ধ হত্যাকাণ্ডের শিকার হন।
নিহত চা দোকানি আফজাল শেখের পিতা সলেমান শেখ অভিযোগ করে বলেন, পূর্ব শত্রুতার জেরে একই এলাকার সুমন ওরফে ট্যারা সুমনের নেতৃত্বে কয়েকজন যুবক শংকরপুর চাতালের মোড় এলাকায় আফজালকে ধাওয়া দেয়। আফজাল দৌড়ে মডেল একাডেমির সামনে গেলে সেখানে তারা তাকে কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৮টার দিকে তিনি মারা যান।
যশোর কোতোয়ালি থানার ওসি মো. তাজুল ইসলাম বলেন, পূর্বশত্রুতার জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। পূর্বে আফজাল একবার ট্যারা সুমনকে কুপিয়ে জখম করেছিল। তাদের দুই জনের নামেই থানায় কয়েকটি মামলা রয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে জড়িতদের ধরতে অভিযান শুরু করেছে।
এদিকে বাঘারপাড়ায় হত্যাকাণ্ডের শিকার নকিম উদ্দিন উপজেলার ধুপখালী গ্রামের দলিল উদ্দিনের ছেলে। পুলিশ জানিয়েছে, নকিম উদ্দিনকে শ্বাসরোধ করে, চোখ উপড়িয়ে এবং পুরুষাঙ্গ কেটে হত্যা করা হয়েছে।
যশোর পুলিশের মুখপাত্র ডিবি পুলিশের ওসি রূপন কুমার সরকার জানান, ধান কাটার জন্য গত বৃহস্পতিবার ( ২৬ মে) বাঘারপাড়ার ছাতিয়ানতলা বাজার থেকে দুইজন দিনমজুরকে বাড়িতে নিয়ে যান পাইকপাড়া গ্রামের বেনজির আহম্মেদ। রবিবার রাতের খাবার খেয়ে দুই দিনমজুর একটি ঘরে ঘুমিয়ে পড়েন। সকালে বেনজির আহম্মেদ তাদের ডাকতে গিয়ে বাইরে থেকে দরজা খোলা দেখতে পান এবং ভেতরে ঢুকে নকিম উদ্দিনকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। তার সঙ্গে থাকা অপর দিনমজুর পলাতক ছিলেন।
ওসি রূপন কুমার বলেন, পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে। খুনের সাথে জড়িত সন্দেহভাজন পলাতক দিনমজুরকে আটক করতে পুলিশ অভিযান চালাচ্ছে।
বিডিপ্রতিদিন/কবিরুল