ফরিদপুরের চরভদ্রাসনে চরঝাউকান্দা ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে প্রার্থীদের সাথে নির্বাচনী আচরণবিধি ও আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর বারোটার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা কবীর ত্রপার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রির্টানিং কর্মকর্তা মনজুুরুল আলম, উপ-পরিদর্শক প্রবীর কুমার রায়, চেয়ারম্যান পদপ্রার্থী ফরহাদ হোসেন মৃধা, বদরুজ্জামান মৃধা, সাংবাদিক আবদুস সবুর কাজল প্রমূখ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তার বক্তবে প্রার্থীদের আচরণ বিধি সম্পর্কে অবহিত করে তা লঙ্ঘন না করার জন্য অনুরোধ জানান। আলোচনায় বহিরাগতদের বিষয় উঠে আসলে তিনি বলেন অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য কঠোর অবস্থানে থাকবে প্রশাসন। নির্বাচনের দিন কোনো প্রকার বহিরাগত প্রবেশ করতে পারবে না নির্বাচনী এলাকায়। এক্ষত্রে তিনি তথ্য দিয়ে তাকে সহযোগীতার আহ্বান জানান।
বিডি প্রতিদিন/হিমেল