বরগুনায় নানা আয়োজনে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। বরগুনা জেলা বিএনপি ও উপজেলা বিএনপি কার্যালয়ে জাতীয় ও দলীয় কালো পতাকা উত্তোলন, প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, স্মরণ সভা, দোয়া ও মিলাদের মধ্য দিয়ে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪১ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
আজ সকাল ৭টায় জেলা বিএনপি কার্যালয়ে বিএনপি সভাপতি মাহবুবুল আলম ফারুক মোল্লার নেতৃত্বে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা জিয়াউর রহমানের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানান। বাদ জোহর দলীয় কার্যালয়ে কোরআন খানি, দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বরগুনার বেতাগী উপজেলা ও পৌর বিএনপি, দলীয় কার্যালয়ে জিয়াউর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও শোক সভার আয়োজন করে। এছাড়া পাথরঘাটা, বামনা, আমতলী ও তালতলী উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠন বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী পালিত হয়।
বিডি প্রতিদিন/হিমেল