জামালপুরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪১তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
সোমবার দুপুরে শহরের বাগেরহাটা এলাকায় এ উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ কর্মসূচির আয়োজন করে জেলা বিএনপি। স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক লিটনের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন, বিএনপি নেতা লিয়াকত আলী, আনিছুর রহমান বিপ্লব প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, ক্ষমতায় থেকে আওয়ামী লীগকে এবার জাতীয় নির্বাচন করতে দেবে না বিএনপি। প্রয়োজনে জীবন দিয়ে, রক্ত দিয়ে, মামলা, হামলা ও হাজত খাটলেও বিএনপির নেতাকর্মীরা রাজপথ ছাড়বে না।
পরে দুস্থদের মাঝে খাদ্য বিতরণ করেন বিএনপি নেতৃবৃন্দ।
বিডি প্রতিদিন/ফারজানা