বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, খাদ্য বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে জেলা বিএনপির উদ্যোগে টাঙ্গাইল প্রেস ক্লাবের সামনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট ও জেলা বিএনপির আহবায়ক আহমেদ আযম, কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটো, জেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুল হক সানু ও যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল প্রমুখ।
জেলা ও উপজেলার বিভিন্ন পয়েন্টে জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল ও কাঙ্গালি ভোজের আয়োজন করা হয়।
বিডি প্রতিদিন/ফারজানা