বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় পুত্র সন্তান না হওয়ায় এক গৃহবধূকে নির্যাতনে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। গত রবিবার বিকালে ওই উপজেলার কাজিরহাট থানার আন্ধারমানিক গ্রামে এই ঘটনা ঘটে। আজ সোমবার বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিহতের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। এ ঘটনার বিচার দাবি করেছেন নিহতের স্বজনরা।
নিহতের নাম পারভিন বেগম। সে ওই উপজেলার কাজিরহাট থানার আন্ধারমানিক গ্রামের মানিক সিকদারের মেয়ে এবং একই এলাকার আক্তার সিকদারের স্ত্রী।
নিহতের তার বাবা ও ভাই অভিযোগ করেন, বিয়ের পর থেকেই যৌতুক দাবি ও পুত্র সন্তান না হওয়াসহ নানা অজুহাতে প্রায়ই পারভীনকে মারধর করতো তার স্বামী আক্তার সিকদার। নির্যাতন সহ্য করতে না পেরে গত শুক্রবারও তার বাবার বাড়িতে চলে আসে পারভিন। কিন্তু তিন কন্যার কথা ভেবে পারভিন স্বামীর বাড়িতে ফিরে যায়। গতকাল রবিবার দুপুরে আবারও পারভিনের ওপর অমানবিক নির্যাতন চালায় স্বামী। একপর্যায়ে পারভিন অসুস্থ হয়ে পড়লে শ্বশুরবাড়ির লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। কিন্তু সেখানে অবস্থার অবণতি ঘটলে পারভিনকে বরিশালে প্রেরণ করেন চিকিৎসক। বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথেই পারভিনের মৃত্যু হয়।
কাজীরহাট থানার ওসি মো. জুবায়ের মুঠোফোনে জানান, খবর পেয়ে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
বিডি প্রতিদিন/ফারজানা