যশোরের বাঘারপাড়ায় পুকুরের পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। তাদের বয়স ৫ থেকে ৮ বছরের মধ্যে। সোমবার বেলা একটার দিকে উপজেলার দক্ষিণ শ্রীরামপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হল- ওই গ্রামের হারুন মোল্যার মেয়ে তমা (৮), কামরুল ইসলামের মেয়ে সুমাইয়া (৮) ও সাইদ মোল্যার ছেলে হোসাইন।
বাসুয়াড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুর রহমান সরদার জানান, দুপুরে ওই এলাকার চার শিশু খেলতে খেলতে পাশের একটি পুকুরে নামে।এরমধ্যে তিনটি শিশু পুকুরে ডুবে হারিয়ে যায়। অপর শিশুটি বাড়ি ফিরে বিষয়টি অন্যদের জানায়। তখন স্থানীয়রা পুকুরে জাল ফেলে শিশু তিনটিকে উদ্ধার করে বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালের চিকিৎসক আল আমিন জানান, তিনটি শিশুকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।
বাঘারপাড়া থানার ওসি ফিরোজ উদ্দিন বলেন, পুকুরটি অনেক গভীর। সাঁতার না জানার কারণেই তাদের মৃত্যু হয়েছে।
বিডি প্রতিদিন/এএম