বরিশালে সড়ক দুর্ঘটনায় ১০ জন নিহতের ঘটনায় অভিযুক্ত বাসচালক মো. রাকিবসহ অজ্ঞাতনামা আরো ৪-৫ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। রোববার রাতে পুলিশ এই মামলা করে।
এদিকে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে গঠিত জেলা প্রশাসনের তদন্ত কমিটি কাজ শুরু করেছে।
গত রবিবার ভোরে ঢাকা–বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার বামরাইল এলাকায় গাছের সঙ্গে ধাক্কা লেগে নারী ও শিশুসহ বাসের ১০ যাত্রী নিহত হন।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহজাহান জানিয়েছেন, অভিযুক্ত চালককে আটকের চেষ্টাসহ তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হওয়া ১৮ জনের মধ্যে ১ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে ৫ জন বাড়ি ফিরে গেছেন। অপর ১২ জনের চিকিৎসা চলছে বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক ডা. এইচএম সাইফুল ইসলাম।
বিডিপ্রতিদিন/কবিরুল