চাঁদপুরের হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নে পানিতে ডুবে আওয়ামী লীগ নেতা আল আমিন হাওলাদারের ছেলে হামিম আহমেদ (৫) মারা গেছে।
রবিবার বিকেলের এ ঘটনায় আজ সকালে উপজেলার ঈশানবালা দক্ষিণ তিরাশি গ্রামে তার দাফন সম্পন্ন হয়েছে।
হামিম নীলকমল ইউনিয়নের ঈশানবালা দক্ষিণ তিরাশি গ্রামের হাওলাদার বাড়ির ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল আমিন হাওলাদারের ছোট ছেলে।
জানা যায়, তার বাড়ির পূর্ব পাশে বাঁশের সাঁকো দিয়ে অন্য বাড়িতে যাচ্ছিল হামিম। সম্ভবত বাঁশ পিচ্ছিল থাকায় পা পিছলে সবার অজান্তে সে পানিতে পড়ে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজির পর সন্ধ্যায় তার লাশ ওই বাঁশের সাঁকোর কাছে পাওয়া যায়। তাৎক্ষণিক তাকে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেয়া হলে তিনি হামিমকে মৃত বলে ঘোষণা করেন। আজ সোমবার সকালে তার দাফন সম্পন্ন হয়। শিশু হামিমের মৃত্যুতে এলাকায় শোকাবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন