গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়িতে ডাকাতির প্রস্তুতিকালে ৬ ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাতে ওই এলাকার বাইমাইল মেঘের ছায়া রিসোর্টের সামনে থেকে জিএমপির কোনাবাড়ী থানা পুলিশ তাদের গ্রেফতার করে। এ সময় গ্রেফতারকৃতদের কাছ থেকে একটি ট্রাক জব্দ, দুইটি কাটার, লোহার পাইপ, ছুরি, চাপাতি এবং রশি উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, সিরাজগঞ্জ জেলার সদর থানার মহিষমড়া গ্রামের আয়নাল মাস্টারের ছেলে আনোয়ার হোসেন (৩৫), টাঙ্গাইল জেলার কালিহাতী থানার তেজপুর গুদারাঘাট এলাকার আব্দুর রহিম মিয়ার ছেলে মোঃ সাদেকুল ইসলাম (৪৫), সিরাজগঞ্জ জেলার সদর থানার রঘুনাথপুর গ্রামের ফরিদুল শেখের ছেলে সবুজ শেখ (২৮), সিরাজগঞ্জ জেলার কাজিপুর থানার আলমপুর গ্রামের আবু তাহেরের ছেলে মো: সুলতান (২৮), মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানার কুরিগাঁ গ্রামের আব্দুর রহিমের ছেলে মো: আপন (২৫) ও গাজীপুর সিটি করপোরেশনের চানপাড়া ভাঙ্গা ব্রিজ এলাকা বাদলের ছেলে রাকিবুল ইসলাম ইমন (১৮)।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ আবু সিদ্দিক জানান, কোনাবাড়ী বাইমাইল এলাকার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপর ডাকাতির প্রস্তুতির গোপন সংবাদ পেয়ে অভিযান চালানো হয়। এসময় ডাকাত দলের ৬ সদস্যকে গ্রেফতার করে তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতরা ঈদুল আযহাকে সামনে রেখে মহাসড়কে বিভিন্ন স্থানে গরু ডাকাতি করতো। এ ঘটনায় মামালা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম