বাগেরহাটের মোরেলগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪১তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার বেলা ১১টায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা ও পৌর বিএনপি।
বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিপনের বাসভবনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি শহিদুল হক বাবুল।
অন্যান্যের মধ্যে আলোচনা করেন বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য গিয়াস উদ্দিন তালুকদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শিকদার ফরিদুল ইসলাম, ফারুক হোসেন সামাদ ও বদিউজ্জামান মহারাজ।
বিডি প্রতিদিন/এমআই