ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ৫০ কেজি গাঁজাসহ খোকন মিয়া (২২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১৪-এর ভৈরব ক্যাম্পের সদস্যরা। রবিবার রাত ৯টায় উপজেলার কুট্টাপাড়া ব্রিজের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
এ সময় গাঁজাবহনকারী একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়। গ্রেফতার খোকন মিয়া সদর উপজেলার আমিরপাড়ার আনিছ মিয়ার ছেলে।
সোমবার দুপুরে র্যাব ভৈরব কার্যালয় থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে র্যাব সদস্যরা কুট্টাপাড়া ব্রিজের সামনে অভিযান চালিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা আটক করে। পরে অটোরিকশায় তল্লাশি চালিয়ে ৫০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী খোকন মিয়াকে গ্রেফতার করা হয়।
জিজ্ঞাসাবাদে খোকন মিয়া জানায়, দীর্ঘদিন ধরে সে ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা থেকে চোরাচালানের মাধ্যমে মাদকদ্রব্য ক্রয় করে। এরপর দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে। এ ঘটনায় সরাইল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।
বিডি প্রতিদিন/এমআই