বিএনপি’র প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দিনাজপুরের ফুলবাড়ীতে শোক র্যালি বের করা হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টায় ফুলবাড়ী পৌর বিএনপির উদ্যোগে শহরের কালিবাড়ী বাজার থেকে র্যালিটি বের করা হয়।
তবে শোক র্যালিতে পুলিশের বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। এসময় বিএনপি’র নেতাকর্মীরা পুলিশের বাধা অতিক্রম করে নিমতলা মোড় প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড দলীয় কার্যালয়ে যায়। সেখানে আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরআন শরিফ বিতরণ করা হয় এবং দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।
সভায় ফুলবাড়ী পৌর বিএনপির সহ-সভাপতি আলাউদ্দিন সরকারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদৎ আলী সাহাজুল। আরও বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক নুর আলম মন্ডল নুরুল্লাহসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
ফুলবাড়ী পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদৎ আলী সাহাজুল বলেন, আমরা শান্তিপূর্ণভাবে শোক র্যালি নিয়ে যাওয়ার সময় কোনো কারণ ছাড়াই হঠাৎ পুলিশ র্যালিতে বাধা প্রদান করেন।
বিডি প্রতিদিন/এমআই