ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪১তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
সোমবার তারাকান্দা উত্তর বাজারস্থ ঐশী রাইসমিল প্রাঙ্গণে উত্তর জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাবার বিতরণের মধ্যদিয়ে দিবসটি পালন করেছে সংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও তারাকান্দা উপজেলার সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার।
বিএনপি নেতা রাসেল মন্ডলের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালাম তালুকদার, সাংগঠনিক সম্পাদক আব্দুল মালেক, মোখলেছুর রহমান মুকুল, রাকিব তালুকদার, ছালাম সরকার, ময়মনসিংহ উত্তর জেলা মৎস্যজীবীদলের আহ্বায়ক হযরত আহমেদ শাকিব, স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি সাইফুল ইসলাম কামাল, উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি শহিদুল ইসলাম মন্ডল, সহ-সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, তারাকান্দা উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আসাদুল হক মন্ডল, ছাত্রদলের আহ্বায়ক আলমগীর হোসেন রকি, শ্রমিকদলের আহ্বায়ক পাবেল মন্ডল প্রমুখ।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন