পাবনার আতাইকুলায় পূর্ব বিরোধের জের ধরে রুহুল আমিন (৩২) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষ লোকজনের বিরুদ্ধে। এ ঘটনায় আহত হয়েছেন আবু সাইদ নামের আরও একজন। রবিবার রাতে এ ঘটনা ঘটলেও সোমবার মরদেহ উদ্ধার করে ময়না তদন্ত করে পুলিশ।
নিহতের স্বজন ও পুলিশ জানায়, রবিবার রাতে আতাইকুলা থানার স্বরগ্রামের রুহুল আমিনকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় একই গ্রামের মোস্তফা, শরীফসহ কয়েকজন। পরে স্বরগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নিয়ে কথা কাটাকাটির জেরে রুহুলকে ধাড়ালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। তার চিৎকারে চাচাতো ভাই আবু সাইদ (৪৫) এগিয়ে গেলে তাকেও কোপায় হামলাকারীরা। পরে তাদের চিৎকারে এলাকাবাসী এগিয়ে গেলে পালিয়ে যায় তারা। এসময় আহত রুহুল ও সাইদকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত দেড়টার দিকে রুহুল আমিন মারা যায়। আহত সাইদ হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশের প্রাথমিক ধারণা, এলাকার আধিপত্য ও পূর্ব বিরোধের জেরে এ হত্যাকান্ড হয়েছে। তবে হত্যার সঠিক কারণ ও জড়িতদের গ্রেপ্তারে অভিযানে নেমেছে পুলিশ। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে বলে জানান আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জালাল উদ্দিন।
বিডি প্রতিদিন/এএম