যশোর শহরের কাজীপাড়া নিরিবিলি এলাকায় মাটির নিচে থাকা একটি ড্রাম থেকে কঙ্কাল উদ্ধার হয়েছে। যশোর পুলিশের একাধিক টিম বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে।
স্থানীয়রা জানান, নিরিবিলি এলাকার বজলুর রহমান আড়াই বছর আগে ওই জমিটি ক্রয় করেন। বর্তমানে ওই জমিতে বাড়ি নির্মাণের কাজ চলছে। সোমবার সেখানে পাইলিংয়ের কাজ করতে গিয়ে শ্রমিকরা মাটির নিচে একটি ড্রামের সন্ধান পান। এরপর পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ড্রাম খুলে কঙ্কাল উদ্ধার করে।
ওই জমিতে কাজ করা শ্রমিক নূর নবী ও সাত্তার জানান, তারা পাইলিং এর সময় ড্রামটি দেখতে পান। ওই ড্রামের আশেপাশে ও ভেতরের দিকে চুন দেওয়া ছিল। দুর্গন্ধ পেয়ে তাদের সন্দেহ হলে তারা প্রথমে জমির মালিক বজলুকে বিষয়টি জানান। জমির মালিক শহরের চুয়াডাঙ্গা বাস স্ট্যান্ড এলাকার বজলুর রহমান জানান, আড়াই বছর আগে শোয়া চার শতকের এই জমিটি তিনি পুরাতন কসবার মোতালেব বাবুর কাছ থেকে ক্রয় করেন। কিছুদিন আগে তিনি সেখানে নির্মাণকাজ শুরু করেছেন। এরমধ্যেই তিনি এ বিষয়টি জানতে পারেন।
স্থানীয়দের কাছ থেকে বিষয়টি জানতে পেরে যশোর কোতোয়ালি থানার ওসি তাজুল ইসলাম, ওসি (তদন্ত) মনিরুজ্জামান, পুরাতন কসবা ফাঁড়ি ইনচার্জ ইন্সপেক্টর রেজাউল করীমসহ পিবিআই ও সিআইডির টিম ঘটনাস্থল পরিদর্শন করেন। কোতোয়ালি থানার ওসি তাজুল ইসলাম জানান, কঙ্কাল উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। বেশ কয়েক বছর আগে নিহতের মরদেহ ড্রামভর্তি করে ওই জমিতে পুঁতে রাখ হয়েছিল বলে প্রাথমিকভাবে তিনি ধারণা করছেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন