ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া-সিলেট সেকশনের আজমপুর স্টেশন এলাকায় অভিযান চালিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে রেল কর্তৃপক্ষ। সোমবার সকালে অভিযান চালিয়ে দোকানপাট, পাকা-আধাপাকা অফিসসহ অন্তত ২০টি প্রতিষ্ঠান গুড়িয়ে দেওয়া হয়েছে।
ঢাকা বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সফি উল্লাহর নেতৃত্বে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল বাকি অভিযান পরিচালনা করেন। তাদের সহযোগিতা করেন আখাউড়া থানা পুলিশ, রেলওয়ে পুলিশ ও রেলওয়ের নিরাপত্তা বাহিনীর সদস্যরা।
রেলওয়ে সূত্রে জানা যায়, রেলওয়ের জায়গায় অবৈধভাবে ব্যবসাপ্রতিষ্ঠান, পাকা-আধাপাকা বিভিন্ন অফিস নির্মাণ করা হয়েছে। অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য একাধিকবার নোটিশ ও মাইকিং করা হয়। এরপরও অবৈধ স্থাপনা সরানো হয়নি।
পূর্ব ঘোষণা অনুযায়ী উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় অন্তত ২০টি অবৈধ স্থাপনা ভেঙে দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। ঢাকা বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সফিউল্লাহ সাংবাদিকদের জানান, রেলওয়ের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করায় অভিযান চালানো হয়।
বিডি প্রতিদিন/এমআই