ঢাকা কলেজের শিক্ষক, কর্মকর্তা ও নিয়মিত মেধাবী শিক্ষার্থীদের ওপর দুস্কৃতকারীদের হামলা এবং টিচার্স লাউঞ্জ ভাঙচুরের প্রতিবাদে রংপুরে কর্মবিরতি পালন করেছে বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশন।
মঙ্গলবার সকালে সরকারি বেগম রোকেয়া কলেজ প্রাঙ্গণে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
সমাবেশে বক্তব্য রাখেন কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক সহযোগী অধ্যাপক মাহফিজুল আনাম, সহযোগী অধ্যাপক আজহারুল ইসলাম, প্রভাষক ইলোরা আল মেহেদীনি প্রমুখ।
বক্তারা বলেন, সোমবার ঢাকা কলেজের উচ্চ মাধ্যমিক শ্রেণির শিক্ষার্থীরা সাতটি কলেজ নিয়ে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ প্রতিষ্ঠার বিরোধিতা করে আন্দোলন করলে কিছু বহিরাগত দুর্বৃত্ত ও শিক্ষার্থী তাদের ওপর হামলা চালায়। এতে বাধা দিতে গেলে শিক্ষকরা শারীরিকভাবে লাঞ্ছিত হন এবং শিক্ষক লাউঞ্জ ভাঙচুর করা হয়।
সরকারি বেগম রোকেয়া কলেজের শিক্ষকরা এ ঘটনার প্রতিবাদে অপরাধীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে কর্মবিরতি পালন করছেন। এতে কলেজের ক্লাস ও পরীক্ষা বন্ধ রয়েছে।
প্রাথমিক, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও কলেজ পর্যায়ে শিক্ষাখাতে চরম বৈষম্য চলছে। এমপিওভুক্ত শিক্ষকরা সামান্য বাড়িভাড়া বাড়ানোর দাবিতে শান্তিপূর্ণ আন্দোলন করেছেন, অথচ তাদের ওপরও হামলা করা হয়েছে—যা লজ্জাজনক। শিক্ষকরা প্রচুর পরিশ্রম করলেও অনেকের বেতন সরকারি কিছু দফতরের পিয়নের চেয়েও কম। শিক্ষকদের ওপর এমন লাঞ্ছনা সহ্য করা সম্ভব নয় বলে বক্তারা মন্তব্য করেন।
বিডি-প্রতিদিন/মাইনুল