কুড়িগ্রাম জেলা সদরের পুরাতন স্টেশন পাড়ায় ফ্যাক্টরিতে দুইজনের মধ্যে ঝগড়ার জেরে শহরের মজিদা আদর্শ ডিগ্রি কলেজে অনার্স পড়ুয়া ২য় বর্ষের এক ছাত্র খুনের ঘটনা ঘটেছে। নিহতের নাম বায়েজিদ ইসলাম বাপ্পী (২২)। সে ওই এলাকার রহিম উদ্দিনের ছেলে এবং তার বাবা অসুস্থ থাকায় সে পড়াশুনার পাশাপাশি খন্ডকালীন বিড়ি শ্রমিক হিসেবে কর্মরত ছিল।
রবিবার দুপুরে কারখানার ভেতরে একটি গলিতে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, নিহত বায়েজিদ ইসলাম বাপ্পী প্রতিদিনের মত জলিল বিড়ি কারখানায় তামাক সরবরাহ করতে রবিবার সকালে আসে। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র্র করে অপর শ্রমিক খোকন মিয়া (৩২) ও বাপ্পীর মধ্যে কথা কাটাকাটি ও বাকবিতন্ডা হয়। এর কিছুক্ষণ পর রবিবার দুুপুুরের দিকে শ্রমিক খোকন কারখানার ভেতরে একটি গলিতে পিছন থেকে এসে বিড়ির টিস্যু কাটা ছুরি দিয়ে গলায় কোপ দিলে বাপ্পী গুরুতর জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। এরপর তাকে দ্রুত সেখান থেকে স্থানীয়রা উদ্ধার করে জেনারেল হাসপাতালে নিলে সেখানে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু ঘটে।
অভিযুক্ত খোকন মিয়া সওদাগর পাড়া মাটিকাটা মোড় এলাকার নজির মিয় ওরফে বোবা নজিরের ছেলে।
এ ব্যাপারে সদর থানার ওসি খান মোহাম্মদ শাহরিয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে কুড়িগ্রাম মর্গে প্রেরণ করা হয়েছে। এখন পর্যন্ত কেউ কোন মামলা দায়ের করেননি। তবে মামলা হলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি প্রতিদিন/এএম