নড়াইলের সদর উপজেলার ভদ্রবিলা ইউনিয়নে পূর্ব শত্রুতার জেরে ইকবাল বিশ্বাস (৪৮) নামে এক যুবকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন। সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে রামসিদ্ধি গ্রামের মোড় এলাকায় এ ঘটনা ঘটে। আহতকে প্রথমে নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়। পরে অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন নড়াইল সদর থানা পুলিশ।
আহত ইকবাল বিশ্বাস (৪৮) উপজেলার বাঁশগ্রামের কুটি মিয়া বিশ্বাাসের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে সোমবার আনুমানিক সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে রামসিদ্ধি গ্রামের আলী ইমাম শিকদারের নেতৃত্বে রওশন কাজী, কাঞ্চন কাজী, জাকির কাজী, বাবর শিকদারসহ একদল যুবক প্রতিপক্ষের নাজমুল মোল্যা গ্রুপের লোক ইকবাল বিশ্বাসের ওপর অতর্কিত হামলা করে। এ সময় প্রাণ ভয়ে দৌড়ে পালানোর চেষ্টাকালে সন্ত্রাসীরা করে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শওকত কবির বলেন, পূর্ব শত্রুতার জেরে এক যুবককে কুপিয়ে আহত করার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।
বিডি প্রতিদিন/এএম