প্রায় ৯ বছর পর কাল অনুষ্ঠিত হতে যাচ্ছে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন। তিন বছর পর পর সম্মেলন হবার কথা থাকলেও ২০১৩ সালে সর্বশেষ আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। ৯ বছর পর হতে যাওয়া এ সম্মেলনকে ঘিরে নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক আগ্রহ-উচ্ছ্বাস আর পুরো উপজেলা জুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
সম্মেলনকে কেন্দ্র করে সম্মেলন মঞ্চসহ ময়মনসিংহ থেকে হালুয়াঘাটে আসার প্রবেশ পথে বিভিন্ন স্থানে নির্মাণ করা হয়েছে প্রায় অর্ধশতাধিক তোরণ। সম্মেলনকে সফল করতে এরই মধ্যে সংসদ সদস্য জুয়েল আরেং-এর নির্দেশে সম্মেলন প্রস্তুতি কমিটি ও একাধিক উপ-কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার (৩১ মে) দুটি পর্বে উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কালচারাল একাডেমিতে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।
সম্মেলন উদ্বোধন করবেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি এড. জহিরুল হক খোকা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক, শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, বাবু অসীম কুমার উকিল এমপি, কেন্দ্রীয় কমিটির সদস্য মারুফা আক্তার পপি, উপাধ্যক্ষ রেমন্ড আরেংসহ অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ। এছাড়াও প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন এড. মোয়াজ্জেম হোসেন বাবুল, সাধারণ সম্পাদক, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন