রাজবাড়ীর পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মো. জালাল উদ্দীন বিশ্বাসের বাড়িতে বোমা হামলার প্রতিবাদে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় পাংশা উপজেলার বিভিন্ন সড়কে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এক বিক্ষোভ মিছিল বের করে।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোন্দকার সাইফুল ইসলাম বুড়োর নেতৃত্বে পাংশা পৌরসভা কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে বেশ কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে কালীবাড়ি মোড়ে গিয়ে শেষ হয়। মিছিল শেষে কালীবাড়ি মোড়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসাবে পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোন্দকার সাইফুল ইসলাম বুড়ো বক্তব্য রাখেন। এছাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওহাব বিশ্বাস, ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জালাল উদ্দীন বিশ্বাস, সরিষা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান ইউপি চেয়ারম্যান আজমল আল বাহার, যশাই ইউপি চেয়ারম্যান আবু হোসেন, বাবুপাড়া ইউপি চেয়ারম্যান ইমান আলী সরদার, পাংশা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহিদুল ইসলাম মারুফ, উপজেলা ছাত্রলীগের বর্তমান সভাপতি মো. কামাল আল মামুন প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, দ্রুত সময়ের মধ্যে পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানের বাড়িতে বোমা হামালার সাথে জড়িতদের আইনের আওতায় আনতে হবে।
উল্লেখ্য, গত শনিবার দিবাগত রাত ৩টার দিকে পাংশা পৌরসভাধীন গুধিবাড়ী এলাকার নিজ বাসভবনে এই হামলার ঘটনা ঘটে।
বিডি প্রতিদিন/এমআই