বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বাংলাদেশের জাতীয় ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। কোনো স্বার্থান্বেষী মহল ষড়যন্ত্র করে বা বিভ্রান্তি সৃষ্টি করে তাকে জনগণের হৃদয় থেকে মুছে ফেলতে পারবে না।
শনিবার ময়মনসিংহের হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলায় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।
সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপি বিভিন্ন কর্মসূচি পালন করছে।
এমরান সালেহ প্রিন্স বলেন, জিয়াউর রহমান তলাবিহীন ঝুড়ির অপবাদ ঘুচিয়ে দেশ ও জাতিকে উন্নয়নের মহাসড়কে তুলে স্বনির্ভর বাংলাদেশের পথে উন্নয়ন-উৎপাদনের মহাকর্মযজ্ঞ শুরু করেছিলেন। কৃষক, শ্রমিক, মহিলা, যুবকসহ সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ করে জাতীয় উন্নয়নে সম্পৃক্ত করেছিলেন। তিনি বহুদলীয় গণতন্ত্র ও রাজনীতি দিয়ে সমাজকে বিকশিত করেছিলেন।
তিনি বলেন, আওয়ামী লীগ জিয়াউর রহমানের রাজনৈতিক ও সামাজিক শক্তিকে এবং তার রাজনীতি ও জনপ্রিয়তাকে ভয় পায়। সেজন্য তার বিরুদ্ধে রাষ্ট্রযন্ত্রকে অপব্যবহার করে মিথ্যা প্রোপাগাণ্ডা ছড়ায়। কিন্তু জনগণের হৃদয়ে যার অবস্থান, তাকে কখনই ধ্বংস করা যাবে না।
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, আওয়ামী লীগ কখনই জনগণের ভোটে জয়ী হতে পারবে না। অতীতেও তারা জনগণের ভোটে জয়ী হয় নাই। জনগণের ওপর তাদের কোনো আস্থা নাই। সে কারণেই নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের বিধান সংবিধান থেকে একটি ফরমায়েসী রায়ের কারণে এক কলমের খোঁচায় বাতিল করে দিয়েছে।
তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশে বলেন, জনগণের উপর আস্থা থাকলে অবিলম্বে পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা দিন, জনগণকে তাদের পছন্দমতো প্রার্থী এবং প্রতীকে ভোট দেওয়ার সুযোগ দিন। আওয়ামী লীগের অধীনে অনুষ্ঠিত নির্বাচনে জনগণ কখনোই তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে নাই।
তিনি আরও বলেন, আওয়াম লীগ উস্কানিমূলক বক্তব্য দিয়ে সন্ত্রাস-নৈরাজ্য সৃষ্টি করে নিজেদের ব্যর্থতা, দুঃশাসন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, অর্থনৈতিক দূরাবস্থা আড়াল করার অপচেষ্টা চালাচ্ছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন