হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় পুলিশ ও ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ৪১ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেছে পুলিশ। এ ঘটনায় আরও একজনকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার দিনগত রাতে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আশরাফ। তিনি বলেন, পুলিশ এসল্ট মামলায় ৪১ জনের নাম উল্লেখ এবং ১২০ থেকে ১৩০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। এরপর ফজল মিয়া (২২) নামে আরও এক ছাত্রদল কর্মীকে গ্রেফতার করা হয়। বাকী আসামিদের ধরতে অভিযান চলছে।
গত রবিবার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চুনারুঘাট বাজারে বিক্ষোভ মিছিল বের করে উপজেলা ছাত্রদল। মিছিলটি দক্ষিণ বাজার থেকে মধ্য বাজার থানার সামনে আসলে পুলিশ এতে বাঁধা দেয়। এতে পুলিশের সঙ্গে ছাত্রদল নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া ও কয়েক মিনিট সংঘর্ষ হয়। এ সময় পুলিশ শট গানের গুলি ছুড়লে ছাত্রদল নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে যান। পরে উপজেলা তাঁতীদলের আহ্বায়ক মানিক মিয়াকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়।
বিডি-প্রতিদিন/শফিক