কুড়ালের কোপে গুরুতর আহত হয়েছেন যশোর পৌরসভার ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর অ্যাডভোকেট আসাদুজ্জামান বাবুল। গতকাল সোমবার দিবারাত ৯টার দিকে শহরের নাজির শংকরপুর জিরো পয়েন্টের মোড়ে তাকে কুড়াল দিয়ে মাথার পেছন দিকে কোপ দেওয়া হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। ভর্তির পরপরই চিকিৎসকরা তাকে ঢাকায় স্থানান্তরের পরামর্শ দিলে রাতেই তাকে ঢাকায় নেওয়া হয়।
যশোর জেনারেল হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক মহিউদ্দিন বকুল জানান, বাবুলের মাথার পেছনে ঘাড়ের দিকে কুড়াল দিয়ে আঘাত করা হয়েছে। তার শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হচ্ছে। সে কারণে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় রেফার করা হয়েছে।
যশোর কোতোয়ালি থানার ওসি তাজুল ইসলাম জানান, ঘটনার পর পুলিশের একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। তারা হামলাকারীদের সনাক্ত ও তাদের আটকের জন্য তৎপরতা চালাচ্ছে।
আহত কাউন্সিলর বাবুলের ভাই টুটুল হোসেন জানান, সন্ত্রাসী হামলায় নিহত স্থানীয় এক যুবকের দাফন শেষে সোমবার রাত ৯টার দিকে বাড়ি ফিরছিলেন বাবুল। পথে শঙ্করপুর জিরো পয়েন্ট এলাকায় স্থানীয় ফার্নিচার শ্রমিক সাকিব কুড়াল দিয়ে পেছন থেকে বাবুলের মাথায় আঘাত করে পালিয়ে যায়। পূর্বশত্রুতার জেরে বাবুলকে হত্যার উদ্দেশে এ হামলা করা হয়েছে বলে তিনি ধারণা করছেন।
উল্লেখ্য, রবিবার রাতে একই এলাকায় সন্ত্রাসীদের হামলায় আফজাল শেখ নামে এক যুবক খুন হন। এই খুনের বদলা হিসেবে বাবুলের ওপর হামলার ঘটনা ঘটে থাকতে পারে বলে পুলিশ ধারণা করছে।
র্যাব-৬ যশোরের কোম্পানি কমান্ডার লে. নাজিউর রহমান জানান, আফজাল হত্যা ও কাউন্সিলর বাবুলের ওপর হামলার ঘটনার ছায়া তদন্ত করছে র্যাব।
বিডি প্রতিদিন/ফারজানা