কুমিল্লা জেলা তথ্য অফিসের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় মঙ্গলবার (৩১ মে) লাকসামে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 'শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়) ১ম সংশোধনী' শীর্ষক প্রকল্পের জিবি খাতের অধীনে স্যানিটেশন, পরিবেশ, জন্মনিবন্ধন, মা ও শিশু স্বাস্থ্য পরিচর্যা, নিরাপদ মাতৃত্ব, যৌতুক, বাল্যবিবাহ ও করোনাভাইরাস প্রতিরোধ বিষয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা মো. নুরুল হকের সভাপতিত্বে ও সহকারী তথ্য কর্মকর্তা দেলোয়ার হোসেনের সঞ্চালনায় কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা মতিন বলেন, জন্মনিবন্ধন একটি শিশুর নাগরিক অধিকার নিশ্চিত করে। তাই জন্মের সাথে সাথেই শিশুর জন্মনিবন্ধন করা উচিত।
তিনি আরও বলেন, নারীর প্রতি সহিংসতা ও বাল্যবিবাহ প্রতিরোধে কন্যা সন্তানের সুশিক্ষা নিশ্চিত করতে হবে। শিশুকে শিক্ষিত, মার্জিত ও দক্ষ করে গড়ে তুলতে হবে।
কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য দেন লাকসাম উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা নাজিয়া বিনতে আলম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা প্রসাদ কুমার ভাওয়াল, উত্তরদা ইউনিয়নের চেয়ারম্যান মো. ইমাম হোসেন।
এতে স্কুল-কলেজ-মাদরাসার শিক্ষক, সাংবাদিক, ধর্মীয় ব্যক্তিত্ব, জনপ্রতিনিধি ও এনজিও কর্মী অংশগ্রহণ করেন।
বিডি প্রতিদিন/ফারজানা