ময়মনসিংহের ফুলপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সমাবেশ ও করোনাকালীন ভালো কাজ করার স্বীকৃতি স্বরূপ বিশেষ পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এই সমাবেশ আয়োজন করা হয়েছিল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শীতেষ চন্দ্র সারকার এতে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ২০০ জন সদস্য উপস্থিত ছিলেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ জেলার জেলা কমান্ড্যান্ট ড. মোস্তারী জাহান ফেরদৌস।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, ‘করোনাকালে আনসার ও ভিডিপি সদস্যরা পেশাদারিত্বের সাথে কাজ করেছেন। নির্বাচনসহ রাষ্ট্রের বিভিন্ন দুর্যোগ-দুর্বিপাকে তারা সদা প্রস্তুত থাকেন। সমাজ থেকে বাল্যবিবাহ ও মাদক দূরীকরণে এসব সদস্যরা নিরন্তর কাজ করে যাচ্ছেন।’
জেলা কমান্ড্যান্ট ড. মোস্তারী জাহান ফেরদৌস বলেন, ‘দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও শৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কাজ করছে। দেশের আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে এ বাহিনীর সদস্যদের প্রশিক্ষণের মাধ্যমে কর্মমুখী কার্যক্রমের সাথে সম্পৃক্ত করা হচ্ছে।’
করোনাকালে যেসব আনসার সদস্য ভালো কাজ করেছেন তাদের ৩২ জনকে সাইকেল, ছাতা, ডিনার সেট ও হটপটসহ বিভিন্ন পুরস্কার প্রদান করা হয়।
বিডি প্রতিদিন/নাজমুল