‘তামাক মুক্ত পরিবেশ, সু-স্বাস্হ্যের বাংলাদেশ’ প্রতিপাদ্যে আজ বরগুনায় বিশ্ব তামাকমুক্ত দিবস পালন করা হয়েছে।
জেলা প্রশাসক হাবিবুর রহমানের সভাপতিত্বে সার্কিট হাউস মিলনায়তনে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন জেলা টাস্ক ফোর্সের সভা অনুষ্ঠিত হয়। সিভিল সার্জন ডা. ফজলুল হক, অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী হাসান, নির্বাহী মেজিস্টেট, মাহফুজুর রহমান, ডা. সুব্রত বক্তব্য রাখেন।
অন্য দিকে স্বাস্হ্য অধিকার ফোরামের উদ্যোগে উন্নয়ন সংগঠন জাগো নারীর সহযোগীতায় বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জাগোনারীর পাঠশালা মিলনায়তনে স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি হাসানুর রহমান ঝন্টু'র সভাপতিত্বে আলোচনায় অংশ নেন প্রান্তন সিভিল সার্জন ডা. রুস্তুম আলী, গৌরিচন্না ইউপি চেয়ারম্যান আ্যাড. তানভীর হোসেন, ফুলঝুড়ি ইউপি চেয়ারম্যান গোলাম সরোয়ার কবির, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা চামেলি বেগম, রিকল প্রকল্প কর্মকর্তা শ্যামল পাল।
আলোচনা সভায় ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ও সাধারণ সদস্য গণমাধ্যম ও উন্নয়ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ২০৪০ সালের মধ্য প্রধানমন্ত্রীর ঘোষনা তামাকমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ বাস্তবায়নে তৃণমূল পর্যায়ে তামাক ও ধূমপান বিরোধী সামাজিক আন্দোলন জোরালো করার অঙ্গীকার করেন অংশগ্রহণকারীরা।
বিডি প্রতিদিন/নাজমুল