মানিকগঞ্জে তথ্য অধিকার আইন-২০০৯ বিষয়ক জনঅবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসন ও তথ্য কমিশন এই সভার আয়োজন করে।
সভায় প্রধান অতিথি ছিলেন, প্রধান তথ্য কমিশনার মরতুজা আহমেদ, বিশেষ অতিথি ছিলেন তথ্য কমিশনের সচিব জি এম আব্দুল কাদের, অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান।
সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর মেয়র মোঃ রমজান আলী, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দুর-রে-শাহওয়াজ।
বিডি প্রতিদিন/নাজমুল