বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। সাধারণ নাগরিক সমাজ ভাঙ্গার উদ্যোগে ভাঙ্গা কট পাড়ে অবস্থিত ওরিয়েন্ট লাইব্রেরি মিলনায়তনে অনুষ্ঠান হয়। গতকাল সোমবার বিকালে শুরু হয় অনুষ্ঠান রাত ৯টা পর্যন্ত চলে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভাঙ্গা সিনিয়র সহকারি জজ আদালতের সিনিয়র সহকারি জজ গৌতম চন্দ্র ঘোষ।
মোস্তাক খানের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মাদারীপুরের শিবচর রিজিয়া বেগম মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ বাবুল আশরাফ, গোপালগঞ্জ বাটিকামারী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ নজরুল ইসলাম, ভাঙ্গা সিনিয়র সহকারী জজ আদালতের আইনজীবী ইকরাম আলী শিকদার, সাধারণ নাগরিক সমাজ ভাঙ্গার যুগ্ম-আহ্বায়ক সরোয়ার হোসেন ও এ্যাপোলো নওরোজ, সাংবাদিক ওবায়দুল আলম সম্রাট, কৃষক সংগঠক সুভাষ চন্দ্র মন্ডল প্রমুখ। বক্তারা নজরুলের জীবন ও কর্মের উপর আলোকপাত করেন।
অনুষ্ঠানে ভাঙ্গা মহিলা ডিগ্রী কলেজের বাংলা বিভাগের শিক্ষক অজয় দাস তার রচিত 'নজরুলকে জানতে হবে' শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন উদীচী শিল্পীগোষ্ঠীর ভাঙ্গা শাখার সভাপতি মিঞা বে-নজির আহমাদ, আশরাফ হোসেন, ভাঙ্গা মহিলা কলেজের শিক্ষক মাহবুবুর রহমান, প্রভাস চন্দ্র মালো, প্রেরণা বিশ্বাস।
নজরুলের কবিতা আবৃত্তি করেন এ্যপোলো নওরোজ, কলেজ শিক্ষক দিলীপ দাস, হেদায়েত হোসেন, মোস্তাক হোসেন, কবি গৌরাঙ্গ রায়, স্বর্ণজিত ঘোষ প্রমুখ।
বিডি প্রতিদিন/ফারজানা