মুন্সীগঞ্জে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪১তম মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা, দোয়া মাহফিল ও গণভোজ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে সদর উপজেলার শিলই ইউনিয়নের কাচারী বাজার এলাকায় এসব কর্মসূচি পালিত হয়।
শিলই ইউনিয়নের সাবেক ছাত্রদলের সভাপতি মো. সেকান্দর বাদশাহর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন শিলই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. শাহ সালাউদ্দিন ফারুক।
এসময় আরও উপস্থিত ছিলেন শিলই ইউপির সাবেক মেম্বার দুদু মিয়া, ঢাকা পল্লবী থানার ৫ নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি মো. সোরাব হোসেন মোল্লা, কৃষক দলের সাবেক সভাপতি সদর থানা মো. শাহালম বেপারী, মো. আল আমিন মিঝি, মো. মনির বেপারী, মইনুল মাঝি, মো. বাবুল চকিদার, দ্বীন ইসলাম মৃধাসহ আরও অনেকেই। পরে জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে ও দেশবাসীর মঙ্গল কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
বিডি প্রতিদিন/এমআই