কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে অনিয়ম ও অসংগতির কারণে একটি হাসপাতাল ও দুটি ডায়াগনস্টিক সেন্টারকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে দুটি ল্যাবসহ একটি ভুয়া পল্লী চিকিৎসক কোর্স প্রতিষ্ঠানকে সিলগালা করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত টেকনাফ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. এরফানুল হক চৌধুরীর নেতৃত্বে হ্নীলা ইউনিয়ন ও পৌরসভায় এই যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. টিটু চন্দ্র শীল।
উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট এরফানুল হক চৌধুরী জানান, সময় স্বল্পতা ও লোকবল সংকটের কারণে আদালতের বেঁধে দেওয়া সময়ের মধ্যে অভিযান শেষ করা যাচ্ছে না। স্বাস্থ্য সেবার নামে ধান্ধাবাজি বন্ধ করতে এই অভিযান অব্যাহত থাকবে।
বিডি প্রতিদিন/এমআই