র্যাব-১২ বগুড়া ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে জেলার শাজাহানপুর উপজেলার বেতগাড়ী দ্বিতীয় বাইপাসে যাত্রীবাহী বাস থেকে ১ হাজার ৩৩০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। মঙ্গলবার সকাল সোয়া ৬টার দিকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন-রংপুরের পীরগঞ্জের বাহাদুরপুর হাফিজার রহমানের ছেলে আবু রায়হান মিয়া (২৮) ও কক্সবাজারের টেকনাফের হাবিবছড়ির মৃত নূর উদ্দিনের ছেলে মো. সাঈদ (৩৩)।
র্যাব- ১২ বগুড়ার স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার নজরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শাজাহানপুর উপজেলার বেতগাড়ীর দ্বিতীয় বাইপাসে চেকপোস্ট স্থাপন করা হয়। চেকপোস্টে যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে রায়হান ও সাঈদকে ১ হাজার ৩৩০ পিস ইয়াবা, মোবাইল এবং নগদ টাকাসহ গ্রেফতার করা হয়। গ্রেফতার মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া শাজাহানপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই