নাটোরের সিংড়ায় ৩ গুদামে প্রায় ৫০০ মেট্রিক টন ধান অবৈধ মজুদ রাখার অপরাধে ৫০ হাজার টাকা অর্থদন্ড করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুর দেড়টায় উপজেলার হাতিয়ান্দহ বাজারে সিংড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আল ইমরান এর ভ্রাম্যমাণ আদালত এ অর্থদণ্ড করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার হাতিয়ান্দহ বাজারে সবুজ চাউল কল এর স্বত্বাধিকারী সবুজ মানী তার ৩টি গুদামে অবৈধভাবে প্রায় ৫০০ মেট্রিক টন ধান মজুদ রেখে কৃত্রিম সঙ্কট সৃষ্টি করতে চেয়েছিলেন। এ অপরাধে ১৯৫৬ সালের আইন অনুযায়ী ৩ নং ধারা অমান্য করায় ৬ নং ধারা মোতাবেক ৫০ হাজার টাকা অর্থদণ্ড তাৎক্ষণাত আদায় করা হয় এবং আগামী ৩ দিনের মধ্যে মজুতকৃত ধান বিক্রি করার আদেশ দেয়া হয়।
সবুজ মানী হাতিয়ান্দহ বাজারের মৃত সত্যেন্দ্রনাথ মানীর পুত্র। এছাড়া নলবাতা এলাকায় মেসার্স শুভ ট্রেডার্সকে প্রশাসনের নজরদারিতে রাখা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে দুপুরে এ আদালত পরিচালনা করেন এসিল্যান্ড। এসময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য পরিদর্শক মোছাঃ রানী খাতুন, সিংড়া থানার এএসআই আশরাফুল ইসলাম, গণমাধ্যম কর্মী আবু জাফর সিদ্দিকী প্রমুখ।
সহকারী কমিশনার (ভূমি) মো. ইমরান বলেন, অবৈধ মজুতকৃত প্রতিটি গুদামে অভিযান করা হবে। কৃত্রিম সঙ্কটকারীদের ছাড় দেয়া হবেনা। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
বিডি প্রতিদিন/এএ