চাঁদপুরে নতুন জেলা প্রশাসক কামরুল হাসানের সাথে চাঁদপুর প্রেসক্লাব নেতৃবৃন্দ ও সাংবাদিকদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক কামরুল হাসান। সভা সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. ইমতিয়াজ হোসেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আপনারা আমাকে যে তথ্যগুলো দিয়েছেন আমি সে অনুযায়ী আমার আগামীর কর্মপরিকল্পনা সাজাবো। জেলার উন্নয়নমূলক কাজে সকল গণমাধ্যমকর্মীদের সহযোগিতা চাই। আশা করবো জেলা প্রশাসনের সাথে সংবাদকর্মীদের সুসম্পর্ক বজায় থাকবে।
পরিচিতি সভায় চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি গিয়াস উদ্দিন ও সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌসসহ জেলায় সকল সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এমআই